HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Tuesday, December 27, 2016

আজও সালমান খানের পথ চেয়ে আছে এই তরুণী-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫




অনলাইন ডেস্কযখন মিডিয়ার লোকজন ক্যামেরা নিয়ে ঢুকলেন তাঁর ঘরে, তখন সালমান আমার ঠাকুমাকে জড়িয়ে ধরে বললেন, ‘আপনার দুঃখ এবার থেকে আমার দুঃখ
বলিউডের অন্দরমহলে সাচ্চা কথার লোক হিসেবে সালমান খানের খ্যাতি রয়েছে
লোকে বলে, সলামান এক বার কাউকে কোনও প্রতিশ্রুতি দিলে, সেই কথা অবশ্যই রাখেন কিন্তু ইন্দোরের মেয়ে মণীষার অভিজ্ঞতা অন্য কথা বলছেহাতে একটা ১০০০ টাকার নোট আঁকড়ে ধরে তিন বছর ধরে তিনি অপেক্ষা করছেন, কবে সালমান তাঁর ঠাকুমাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন
ঘটনাটা ঠিক কী? ২০১৪ সালে রিলিজ করে সালমানের অভিনীত সিনেমা জয় হো২০১৩ সালে সেই ফিল্মের প্রচারে ইন্দোর গিয়েছিলেন সালমানঘটনাচক্রে সালমানের জন্মও ইন্দোরেতাঁর জন্মের সময়ে দাই-এর ভূমিকা পালন করেছিলেন রুক্মিনী নামের এক নারীপ্রসব থেকে শুরু করে সদ্যোজাত সালমানের গায়ে তেল মালিশ করা পর্যন্ত সমস্ত দায়িত্বই পালন করেছিলেন রুক্মিনী২০১৩-তে ইন্দোরে গিয়ে সালমান সেই রুক্মিনীকে খুঁজে বার করেন, এবং তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন বৃদ্ধা রুক্মিনী তাঁর দুই নাতনিকে নিয়ে হোটেলে গিয়ে দেখা করেন সালমানের সঙ্গেসেই দুই নাতনির মধ্যেই একজন হলেন মণীষা
কেমন ছিল সেই সাক্ষাতের অভিজ্ঞতা? মণীষা জানাচ্ছেন, ‘সালমান স্যারকে আমার খুব ভাল মানুষ বলে মনে হয়েছিলবহু কষ্টে তাঁর সঙ্গে দেখা করার জন্য মিনিট পাঁচেক সময় পেয়েছিলাম আমরাদু’-চারটি কথা বলার পরেই ওঁর পিএ এসে বললেন, এবার আমাদের যেতে হবেকারণ বাইরে আরও অনেক মানুষ সালমানের সঙ্গে দেখা করবেন বলে অপেক্ষা করে রয়েছেনতখন সালমানই আমার ঠাকুমার হাত ধরে বললেন, আপনারা বসুনতার পর নিজের পিএ-কে বললেন, বাকিদের অপেক্ষা করতে বলুনআরও কিছুক্ষণ কথা বলার পরে যখন মিডিয়ার লোকজন ক্যামেরা নিয়ে ঢুকলেন তাঁর ঘরে, তখন সালমান আমার ঠাকুমাকে জড়িয়ে ধরে বললেন, ‘আপনার দুঃখ এবার থেকে আমার দুঃখআপনি আমার সঙ্গে মুম্বাইয়ে এসে দেখা করবেননাতনিদের ভবিষ্যৎ নিয়ে আপনি কোনও দুশ্চিন্তা করবেন নাওদের যাবতীয় দায়িত্ব এখন থেকে আমারওদের পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করবতার পরে নিজের পিএ-কে ঠাকুমার নম্বর নিতে বললেনতিনি নম্বর নেয়ার পরে সালমান বললেন, তিনি সময়মতো ফোন করবেন ঠাকুমাকে
এর পরে হোটেলের ঘর থেকে বেরিয়ে আসেন মণীষারাসালমানের পিএ মণীষার ঠাকুমার হাতে হাজার কয়েক রুপি গুঁজে দেন কিন্তু হোটেলের বাইরে ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে রুক্মিনীর হাত থেকে রুপি পড়ে যায়রয়ে যায় কেবল একটি হাজার রুপির নোট
সেই হাজার রুপির নোট আঁকড়ে ধরেই তার পর থেকে সালমানের ফোনের অপেক্ষায় বসে রয়েছেন মণীষাতাঁর বিশ্বাস, আজ হোক বা কাল, সালমান নিশ্চয়ই তাঁর দেয়া কথা রাখবেনঅভাবের সংসারে সকলের মুখে হাসি ফুটবে সালমানের কৃপায়কিন্তু তিন বছর কেটে গেছেসালমানের সেই ফোনও আজও আসেনিমণীষা অবশ্য বলছেন, ‘সালমান স্যার খুব ভাল মানুষহয়তো কোনও কাজে ব্যস্ত রয়েছেন বলে যোগাযোগ করতে পারছেন নাকিন্তু একদিন না একদিন তিনি তাঁর দেয়া কথা ঠিকই রাখবেন

No comments:

Post a Comment