অনলাইন ডেস্ক॥ চালকবিহীন যুদ্ধবিমানের সফল
পরীক্ষামূলক উড্ডয়ন হয়ে গেল চীনে। মার্কিন যুক্তরাষ্ট্রের এফ ৩৫ বিমানের
বদলা হিসেবেই জে ৩১ মডেলের এই বিমানের
পরীক্ষা করা হলো বলে মনে করছেন অনেকে। ওই মার্কিন বিমানের চেয়েও এটা
উন্নতমানের বলে কেউ কেউ বলছেন।
সোমবার সংবাদমাধ্যমকে
জানানো হলেও, এই বিমানের সফল পরীক্ষা করা
হয়েছে শুক্রবার। জানানো
হয়েছে,
নতুন এই চালকবিহীন বিমানে রয়েছে অত্যাধুনিক বৈদ্যুতিন যোগাযোগ
ব্যবস্থা,
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অজস্র অস্ত্রশস্ত্র।
চীনের প্রতিরক্ষা
মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিমানের গঠন, ডানা
এবং ইঞ্জিনে অনেক উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ’ বিমান তৈরি করেছে চীনেরই একটি
সংস্থা। প্রয়োজনে
বিদেশেও এই বিমান বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। দাম পড়বে ৪৭৪ কোটি
ডলার।

No comments:
Post a Comment