HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Tuesday, December 27, 2016

বিশ্বের সবচেয়ে বড় এ্যানাকোন্ডা-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫




পৃথিবীর ভয়ঙ্কর সাপ হিসেবে এ্যানাকোন্ডার নাম কমবেশি সবারই জানাতবে বিশ্বের সর্ববৃহৎ এ্যানাকোন্ডার বসবাস কোথায় তা অনেকেরই অজানাসম্প্রতি বিবিসি বিশ্বের ১৭ ফুট দৈর্ঘ্যরে দৈত্যতুল্য এ্যানাকোন্ডার সন্ধান পেয়েছে আমাজন জঙ্গলেএ নিয়ে বিবিসির গর্ডন বুকাননের উপস্থাপনায় রবিবার আন্তর্জাতিক সময় মান রাত ৯টায় শুরু হচ্ছে প্রামাণ্যচিত্র বিষয়ক দুটি সিরিজযার নাম দেয়া হয়েছে ওয়ার্ল্ডস লংগেস্ট স্নেকএ প্রামাণ্যচিত্রে আমাজনের গহীন জঙ্গলে বসবাস করা এ্যানাকোন্ডা বিষয়ক যাবতীয় তথ্যচিত্র উপস্থাপন করা হবেপ্রথম এ্যাপিসোডের দৃশ্যটি ধারণ করা হয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় দেশ ইকুয়েডরের প্রত্যন্ত অঞ্চলেযেখানে স্থানীয় ওয়াওরানি উপজাতির সহায়তায় এ্যানাকোন্ডার মুখ চেপে ধরেন গর্ডন বুকাননএ্যানাকোন্ডা ধরা ও ছাড়ার সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত এটিআমাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এ্যানাকোন্ডাস্থানীয় ওয়াওরানি উপজাতিদের কাছে মানুষখোকো হিসেবে পরিচিত এ্যানাকোন্ডা বড় আধ্যাত্মিক শক্তি সহায়ক বলে তারা বিশ্বাস করেনওই প্রোগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষায় এন্যাকোন্ডার ভূমিকা ও প্রভাব বৈজ্ঞানিকভাবে তথ্যচিত্রের মাধ্যমে তা তুলে ধরা হয়এ্যানাকোন্ডা ধরা থেকে শুরু করে মুক্ত করে দেয়া পর্যন্ত সব মুহূর্তই ক্যামারাবন্দী করা হয়বিশেষ এ প্রামাণ্যচিত্র থেকে বিশ্ববাসী এ্যানাকোন্ডা সম্পর্কে চমকপ্রদক তথ্য-উপাত্ত পাবেন বলে ধারণা করা হচ্ছেসূত্র : বিবিস

No comments:

Post a Comment