HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Tuesday, December 27, 2016

ভবিষ্যতের মেসি আর্জেন্তাইন তারকা দিবালা-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫



 

জুভেন্তাস সতীর্থ পাওলো দিবালার প্রশংসায় পঞ্চমুখ গঞ্জালো হিগুয়াইনএই আর্জেন্তাইন তারকা দিবালার সঙ্গে কার্যত স্বদেশি লিওনেল মেসির তুলনা করে ফেললেনদিবালা মেসি হতে পারবেন কিনা, তা অবশ্য সময়ই বলে দেবেতবে হিগুয়াইন আর্জেন্তিনার ২৩ বছর বয়সী এই উঠতি তারকার মধ্যে মেসির মতো হয়ে ওঠার সব সম্ভাবনা দেখছেন২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্তাসে যোগ দেওয়ার পর থেকে নজর কাড়ছেন দিবালাদলের হয়ে এরই মধ্যে সিরি অ্যা, কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জিতেছেন এই আর্জেন্তাইন ফরোয়ার্ডচলতি মরশুমে দিবালা তিন গোল করেছেন, সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেনহিগুয়াইন তাই স্বদেশি উঠতি ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখতিনি বলেন, ‘দিবালা ও মেসি একরকম নয় মেসি সেরা এবং সে প্রতিদিন দেখাচ্ছেপাওলো এখনো তরুণমাত্র ২৩ বছর বয়স এবং ওর বেড়ে ওঠা নির্ভর করছে ভবিষ্যতের ওপরতবে বিশ্বসেরাদের একজন হওয়ার সব বৈশিষ্ট্য ওর মধ্যে আছেহিগুয়াইন আরো বলেন, ‘বড় হওয়ার ক্ষেত্রে অনেক মানসিক শক্তি থাকতে হয়যখন দ্রুত উপরের পর্যায়ে পৌঁছানো হয়, তখন সেখানে অনেক বছর টিকে থাকাটা সহজ হয় নাক্যারিয়ারে অনেক উত্থান-পতন আছে এবং সেখানে আপনাকে সবসময় ভারসাম্য ধরে রাখতে হয়সমালোচনা বা প্রশংসা কোনোটাতেই মনোযোগ দিতে নেইতবে দিবালা শ্রেষ্ঠ হওয়ার পথে এসব বন্ধুর পথ পাড়ি দিতে সক্ষম হবেন বলে মনে করেন হিগুয়াইনসকারওয়ে

No comments:

Post a Comment