HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Tuesday, December 27, 2016

১০৪ বছরেও উদ্যমী-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫




তিনিই বোধ হয় পৃথিবীর সবথেকে বয়স্কা শিল্পীবয়স ১০৪কিন্তু কাজের উদ্যমে আজও তিনি আগের মতোই তরুণীএই বয়সেও নতুন কাজে সকলকে চমকে দিয়েছেন তিনি সম্প্রতি সেলাইয়ের কাজ করে খবরের শিরোণামে গ্রেসি ব্রেট
গ্রেসির শিল্পকে বলা হয় ইয়ার্ন বোম্বিংরংবেরঙের উলে শহরের বিভিন্ন জিনিসকে নানা কারুকাজে মুড়ে দেয়া হয়কোথাওবা রঙ্গিন উলের মোড়কে ঢাকা থাকে কোন মূর্তিবয়সে সেঞ্চুরি পেরোলেও উদ্যমে তরুণী গ্রেসি এ রকমই কাজের পরিকল্পনা নিয়েছিলেনতবে পুরোটাই গোপনেসঙ্গীদের নিয়ে স্কটল্যান্ডের তিন শহরের পার্ক, বেঞ্চ ও গাছ মুড়ে দিলেন তাঁর সেলাইয়ের কাজেতাঁর কীর্তি যখন প্রকাশ্যে এলো তখন চমকিত শহরবাসীসকলের কাছে এই মুগ্ধতাটাই চেয়েছিলেন গ্রেসিসম্প্রতি এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, সকলে যে তাঁর কাজ দেখছে, তাতে তিনি খুব খুশিতিনি সকলকে এভাবেই তাঁর কাজ দেখাতে চেয়েছিলেন
১৯১০-এ গ্রেসির জন্ম লন্ডনেসেলাই শিল্পকে এক নতুন মাত্রা দিয়েছেন তিনিরঙ্গিন উল আর বুননের মহিমাও যে শিল্পিত হয়ে উঠতে পারে তা আরও একবার দুনিয়ার সামনে প্রতিষ্ঠিত করে দিলেন তিনিসেই সঙ্গে জানিয়ে দিলেন, বয়স কোন বাধাই নয় ইচ্ছাশক্তি আর কল্পনা থাকলে বয়সের ভারকে হার মানানো যায়ওয়েবসাইট অবলম্বনে

No comments:

Post a Comment