HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Tuesday, December 27, 2016

বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫




অনলাইন ডেস্কগত বছর অর্থাৎ ২০১৫ সালে সারাবিশ্বে মোট ৮০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি হয়েছেআগের বছর এর পরিমাণ ছিল ৮৯ বিলিয়ন ডলারগত বছরও সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র এবং ক্রেতাদের মধ্যে শীর্ষে ছিল কাতার, মিশর, সউদি আরব, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক
বিক্রেতার মধ্যে আমেরিকার পরই ছিল ফ্রান্স, রাশিয়া এবং চীনঅস্ত্র সরবরাহকারি দেশের অন্যতম ছিল সুইডেন, ইটালি, জার্মানি, তুরষ্ক, যুক্তরাজ্য এবং ইসরায়েলমার্কিন কংগ্রেসের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উদঘাটিত হয়েছে
৪০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র অর্থাৎ সারাবিশ্বে গত বছর বিক্রি হওয়া অস্ত্রের অর্ধেকই ছিল আমেরিকারদ্বিতীয় শীর্ষে রয়েছে ফ্রান্স ১৫ বিলিয়ন ডলারগত বছর ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি করে কাতারমিশর ক্রয় করেছে ১২ বিলিয়ন ডলারের৮ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি করে সউদি আরবঅর্থাৎ উন্নত রাষ্ট্রগুলোই অধিক হারে অস্ত্র ক্রয় করছেগত বছর উন্নত রাষ্ট্রসমূহ অস্ত্র ক্রয় করেছে ৬৫ বিলিয়ন ডলারের২০১৪ সালে এর পরিমাণ ছিল ৭৯ বিলিয়ন ডলার
কনভেনশনাল আর্মস ট্র্যান্সফারস টু দ্য ডেভেলপিং ন্যাশন্স, ২০০৮-২০১৫শীর্ষক এ পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরী করেছে লাইব্রেরী অব কংগ্রেসের একটি শাখাকংগ্রেসনাল রিসার্চ সার্ভিসএবং তা গত সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষের সদস্যগণের মধ্যে বিতরণ করা হয়
গ্লোবাল আর্মস মার্কেটে প্রভাবশালী রাশিয়া থেকেও গত বছর অস্ত্র বিক্রি কিছুটা কমেছে২০১৪ সালে ছিল ১১.২ বিলিয়ন ডলারতা কমে ১১.১ বিলিয়ন ডলার হয়েছে গত বছর রাশিয়ার অস্ত্র সবচেয়ে বেশি ক্রয় কররো ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা অপরদিকে চীন গত বছর ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে এবং ২০১৪ সালের তুলনায় তা দ্বিগুণ বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে

No comments:

Post a Comment