HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Wednesday, December 21, 2016

অদম্য সুমি এখন রিকশার মালিক-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫




সুমি যখন রাজধানীর বিভিন্ন রাস্তায় রিকশা চালান, তখন দূর থেকে প্রথমেই অনেকে মামাবলে ডাক দেনকিন্তু কাছে এসে বুঝতে পারেন তিনি একজন নারীতখন মামা থেকে আন্টি বা আপু ডাকেন যাত্রীরাঅনেকেই জানতে চান, কেন তিনি রিকশা চালান, অন্য কাজ করলেই তো পারেনতখন সুমির সাফ জবাব, ‘আমি অন্য কোনো কাজ করতে পারি না
সংসারের বোঝা টানতে আর কোনো বিকল্প নেই বলেই রিকশা নিয়ে পথে নেমেছেন সুমি বেগমপায়ে প্লাস্টিকের স্যান্ডেলগলায় রংচটা গামছামাথায় ক্যাপ সুমির নিত্যসঙ্গীবয়স ২৪ বছরএক সন্তানের মা তিনিরিকশার আগে তিন বছর রাজধানীতে ভ্যান চালিয়েছেন সুমিএরও আগে ছোটবেলায় প্রতিবন্ধী বাবাকে সঙ্গে নিয়ে ভিক্ষা করতেনবাবা মারা গেছেনছোট ভাই মানসিক প্রতিবন্ধীভাই ও সুমির মেয়েকে নিয়ে মা মাদারীপুরে গ্রামের বাড়িতে থাকেনসুমির পাঠানো টাকা এবং মা অন্যের বাড়িতে কাজ করে যা পান, তাই দিয়েই চলে সংসারসুমি কামরাঙ্গীরচরে একা থাকেন
সুমি জানালেন, কারখানায় কাজ করার সময় একজনের প্রেমে পড়েনতারপর অল্প বয়সেই বিয়ে করেনতবে মেয়ে যখন তিন মাসের পেটে, তখন প্রথম বুঝতে পারেন স্বামী নেশা করেনস্বামীকে ছেড়ে নিজেই চলে আসেন মা-বাবার কাছেতারপর স্বামীকে তালাক দেনমেয়ে, মা, ভাইতাঁদের কে দেখবে, সে কথা চিন্তা করে আর বিয়ে করেননিএখন মেয়েকে শিক্ষিত করার স্বপ্ন দেখেনমেয়ে পড়ছে প্রথম শ্রেণিতে

No comments:

Post a Comment