HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Wednesday, December 21, 2016

আমাকে নাকি একটা ছেলে পছন্দ করে-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫’




অনেক প্রথমসঙ্গী করেই জীবন কাটাতে হয়নিতে হয় অভিজ্ঞতাতারকাদের জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছেতাঁদের এমন প্রথম পাঁচটি অভিজ্ঞতা নিয়েই প্রথম পাঁচআজকের তারকা শবনম বুবলী
প্রথম প্রেমের চিঠি
বোনদের মধ্যে সবার ছোট হওয়ার কারণে সবার কড়া নজরে থাকতে হয়েছেকলেজে পর্যন্ত মা-ই আমাকে আনা-নেওয়া করতেনতবে পড়াশোনার ফাঁকে নাচ ও গান শিখতে সময় যেতএর মধ্যেই একদিন প্রেমের চিঠি পাওয়ার অভিজ্ঞতা হলো এসএসসি পরীক্ষা দেওয়ার ঠিক আগে আগে একদিন সোমা ও বেলী নামে আমার দুই বান্ধবী এসে জানাল, আমাকে নাকি একটা ছেলে পছন্দ করেআমি কোনো পাত্তাই দিলাম নাএর কয়েক দিন পর ওই বান্ধবীরা একটি চিঠি আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, ‘সেই ছেলেটি তোকে দিয়েছেখুলে দেখি, আমাকে নিয়ে লেখা একটি কবিতা চুপচাপ রেখে দিলামটিফিনের পর নূরুজ্জামান স্যারের বাংলা ক্লাস শুরু হয়েছেক্লাসে স্যারকে চিঠির বিষয়টি জানাব ভাবছিএটা বুঝতে পেরে ওই দুই বান্ধবীর অবস্থা খারাপচিঠির বিষয়টি জানানো হলে স্যার প্রচণ্ড রেগে গেলেন আমার ওই দুই বান্ধবীকে দাঁড় করিয়ে আচ্ছা রকম বকে নিলেন স্যারসেই ছেলের আর কোনো চিঠি আসেনি
প্রথম ক্যামেরার সামনে
সময়টা ২০১৩ সালের ২ এপ্রিলআগের দিন জানতে পারলাম আগামীকাল বেলা ১১টার খবর পড়তে হবেসেদিন সন্ধ্যা থেকেই প্রস্তুতি শুরু করলামসকালে উঠতে হবে, এ জন্য রাতে তাড়াতাড়ি ঘুমাতে গেলামকিন্তু টেনশনে আর ঘুম আসে নাশেষ রাতে ঘুম এলেও ভোর পাঁচটায় ভেঙে গেলআমার মনে আছে, ওই দিন সকাল সাতটায় বাংলাভিশনের অফিসে গিয়ে হাজির হয়েছিলামঅফিসের সবাই তো দেখে অবাকএরপর মেকআপ নিয়ে প্রস্তুতি নিলামবসলামওই সময় কোনো অনুভূতিই কাজ করছিল না আমারপড়া শেষ করলামতারপর একের পর এক ফোন আসতে শুরু করল প্রথম দিনের সবাই প্রশংসা করেছিলেনবাংলাভিশনে সরাসরি খবর পড়তে গিয়ে প্রথম ক্যামেরার সামনের অভিজ্ঞতা হয়েছিল আমার
প্রথম পারিশ্রমিক
আমাদের পাশের ফ্ল্যাটেই দূর সম্পর্কের এক বোন থাকতেনতাঁর বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়তওর সামনে পরীক্ষাওই সময় আমারও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছেএকদিন ওই বোন তাঁর বাচ্চাকে মাসখানেক পড়ানোর অনুরোধ করলেনরাজি হয়ে গেলামপরীক্ষা চলাকালীন প্রায় এক মাস পড়িয়েছিলাম বাচ্চাটাকেআপা একদিন হাতে তিন হাজার টাকা ধরিয়ে দিয়ে কিছু উপহার কিনে নিতে বললেনসেই সময় তিন হাজার টাকা আমার জন্য অনেক টাকাকিছুদিন পর ওই টাকা দিয়ে হিটলারের জীবনী ও হ‌ুমায়ূন আহমেদের বেশ কিছু বই কিনেছিলাম
প্রথম অটোগ্রাফ
তখন চলচ্চিত্রে আসিনিখবর পড়া শুরু করার তিন-চার মাস পরের ঘটনাবিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গিয়েছিসেদিন ক্লাসে ঢুকতে দেরি হয়ে যায়তাড়াহুড়ো করে ক্লাসে যাচ্ছিপেছন থেকে একটি মেয়ে থামালবলল, ‘আপা, আপনার কি একটা অটোগ্রাফ পেতে পারি?’ আমি তো অবাক! কিসের অটোগ্রাফ! মেয়েটি বলে, ‘আপনার খবর পড়া খুব ভালো লাগে আমারপ্রায় এক সপ্তাহ ধরে আপনার অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করছিএসব শুনে আমি তো লজ্জায় পড়ে গেলামকিন্তু কীভাবে অটোগ্রাফ দেব, বুঝতে পারছিলাম নাপরে অটোগ্রাফে স্মাইলি প্রতীক এঁকে অল দ্য বেস্টলিখেছিলাম
প্রথম বইপড়া
ছোটবেলায় ক্লাসের বই পড়ার চাইতে গল্প ও উপন্যাসের বই পড়তেই বেশি পছন্দ করতামএখনো তা-ইযখন চতুর্থ-পঞ্চম শ্রেণিতে পড়ি, তখন ভূতের গল্প পড়তে খুব ভালো লাগতএ ছাড়া রূপকথার গল্পের ছোট ছোট বইও পড়তামএরপর একটু বড় হয়ে প্রথম হ‌ুমায়ূন আহমেদের শুভ্রপড়েছিলামপরবর্তীকালে তাঁর লেখা জোছনা ও জননীর গল্প, নন্দিত নরকেসহ অসংখ্য গল্পের বই পড়েছি
অনুলিখন: শফিক আল মামুন

No comments:

Post a Comment