HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Wednesday, December 21, 2016

শীতে খুশকি থেকে বাঁচার উপায়-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫’




শীতকালে মানুষ সবচেয়ে বেশি যে সমস্যায় ভোগে তা হল খুশকিঠান্ডা পড়তে না পড়তেই ত্বকের ও চুলের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে শুরু করেএটা সাধারণ এক সমস্যামাথার ত্বকে নতুন কোষ তৈরি হয় এবং পুরনো কোষগুলো ঝরে যায়কিন্তু পুরনো কোষগুলো যখন ঠিকঠাক মতো ঝরে যেতে পারে না তখন সেগুলো জমে যায় এবং ফাঙ্গাস সংক্রমিত হয়ফলে খুশকি হয়

খুশকি দূর করতে কত কিছুই না করে থাকে অনেকেহাজার হাজার টাকা খরচা করেও সমস্যার কোনও সমাধান মেলে নাতবে এই পাঁচটি পরামর্শ মেনে চললেই বাড়িতে বসেই খুশকি দুর করতে পারবেন এবং খুব সহজেই

ভিনেগার
শ্যাম্পু ও কন্ডিশনার লাগানোর পর অ্যাপেল সাইডার ভিনিগারের দু-তিন ফোঁটা জলে দিয়ে সেটি চুলে লাগানভিনিগারে পটাশিয়াম রয়েছে বেশি মাত্রায়, যা স্ক্যাল্প থেকে মৃত কোষগুলো দুর করতে সাহায্য করেতবে কেমিক্যাল ভিনিগার থেকে সাধানে থাকবেনএতে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি

নিম পাতা
নিম পাতা প্রায় আধ ঘণ্টা জলে ভিজিয়ে ফুটিয়ে নিনএরপর সেটি বেটে ভালো করে একটি পেস্ট তৈরি করে মাথায় লাগান৪০ মিনিট লাগিয়ে রাখুন ও পরে জল দিয়ে ধুয়ে ফেলুন

মেথির বিজ
সারা রাত মেথির বিজ জলে ভিজিয়ে রাখুনএরপর একটি পেস্ট তৈরি করে মাথায় লাগিয়ে রাখুনআধ ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে ফেলুন

ঘৃতকুমারী
ফাঙ্গাস বা কোনও রকম ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ার অদ্ভুত ক্ষমতা রয়েছেখুশকি দুর করতে এটি খুব উপকারিঘৃতকুমারী ৪০ মিনিট পর্যন্ত মাথায় লাগিয়ে রাখুন এরপর শ্যাম্পু করে নিন, আপনার খুশকির সমস্যা অনেকটাই কমে যাবে

অলিভ অয়েল
অলিভ অয়েল ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করেসপ্তাহে দু'বার অলিভ অয়েল মাখুনএরপর মাথায় একটি কাপড় জড়িয়ে রাখুন

1 comment:

  1. চুলের খুশকি পরিত্রাণের সবচেয়ে কার্যকরী উপায়(ভিডিও লিংক)
    https://youtu.be/Z0T3yK5El_E

    ReplyDelete