HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Friday, December 23, 2016

মাহমুদুন্নবী স্মরণে চার সন্তান-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫


বিজয়ের মাসেই জন্ম এবং মৃত্যু কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবীর১৯৯০ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এ বরেণ্য শিল্পীগান দিয়ে আজও মানুষের অন্তরে বিরাজমান তিনিতার মতো সন্তানরাও সঙ্গীত দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেনমাহমুদুন্নবীর ২৬তম মৃত্যুবার্ষিকীতে তার চার সন্তান ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, তানজিদা ও পঞ্চম আজ বিকাল ৫টা ৪৫ মিনিটে বাংলাভিশনে সুরের আয়নাঅনুষ্ঠানে গান ও স্মৃতিকথা নিয়ে অংশগ্রহণ করবেনএকই দিনে দেশ টিভিতে রাত ১১টা ৪৫ মিনিটে সরাসরি গান শোনাবেন তারই চার যোগ্য উত্তরসূরি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এটা ভীষণ ভালোলাগার যে, আমার বাবার গাওয়া গানগুলো নতুন প্রজন্ম নতুন করে শুনছেশুধু তাই নয়, অনেকেই বাবার গাওয়া গানগুলো মঞ্চে বা টিভি শোতে বেশ আগ্রহ নিয়ে গাইছেনবাবা এভাবেই তার গানের মধ্য দিয়ে এ দেশের মানুষের মাঝে যুগের পর যুগ বেঁচে থাকবেনএমন বাবার সন্তান হয়ে সত্যিই আমরা গর্বিতসামিনা চৌধুরী বলেন, ‘বাবার স্মৃতিচারণ করা অনুষ্ঠানগুলো অবশ্যই উপভোগ্য হবেআশা করি সবাই দেখবেন

No comments:

Post a Comment