HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Friday, December 23, 2016

আমিরকে ঘৃণা করেন সালমান!-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫




বলিউডের মি. পারফেকশনিস্টের তকমা পাওয়া আমির খানকে ঘৃণা করেন সুপারস্টার সালমান খানটুইটারে এমনটাই জানিয়েছেন বলিউডের সুলতান তবে সালমানের 'সুলতান' সিনেমার চেয়ে আমির খানের 'দঙ্গল' ভালো হয়েছে বলেও মন্তব্য করেন ভাইজান'সুলতান' এবং 'দঙ্গল' দুই সিনেমা কুস্তি নির্ভরসালমান খানের 'সুলতান' ব্যাপক ব্যবসা করেছেশুক্রবার মুক্তি পেয়েছে আমির খানের 'দঙ্গল'আমিরও একজন কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করেছেন
এই সিনেমা সালমান খানের পরিবার দেখেছেআর দেখার পরে পরিবারের সদস্যরাইদঙ্গল’-কে সুলতান’-এর তুলনায় অনেক ভালো ছবি বলে প্রশংসা করেছেন এই খবরটাই টুইটারে জানিয়েছেন সাল্লুটুইটারে সালমান খান লেখেন, আজ আমার পরিবার 'দঙ্গল' সিনেমা দেখেছেতাদের কথায়, এই সিনেমা 'সুলতান'র চেয়ে অনেক ভালো হয়েছে তারপরই তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি আমিরকে ভালবাসেন, কিন্তু পেশাগতভাবে আমিরকে ঘৃণা করেন আমির খানও পাল্টা টুইট করেনতিনি লেখেন, তোমার ঘৃণার মধ্যেও আমি খালি ভালোবাসাই খুঁজে পাই সাল্লু!তার পরেই একটি হিন্দি ছবির গানের লাইনও লিখেছেন তিনি, ‘আই লাভ ইউ লাইক আই হেট ইউ

No comments:

Post a Comment