বলিউডের
মি. পারফেকশনিস্টের তকমা পাওয়া আমির খানকে ঘৃণা করেন সুপারস্টার সালমান খান। টুইটারে এমনটাই জানিয়েছেন
বলিউডের সুলতান। তবে সালমানের 'সুলতান' সিনেমার চেয়ে আমির
খানের 'দঙ্গল' ভালো হয়েছে বলেও
মন্তব্য করেন ভাইজান।'সুলতান' এবং 'দঙ্গল' দুই সিনেমা কুস্তি
নির্ভর। সালমান
খানের 'সুলতান' ব্যাপক ব্যবসা করেছে। শুক্রবার মুক্তি পেয়েছে আমির
খানের 'দঙ্গল'। আমিরও একজন কুস্তিগিরের
ভূমিকায় অভিনয় করেছেন।
এই সিনেমা সালমান খানের পরিবার দেখেছে। আর দেখার পরে পরিবারের সদস্যরাই ‘দঙ্গল’-কে ‘সুলতান’-এর তুলনায় অনেক ভালো ছবি বলে প্রশংসা করেছেন। এই খবরটাই টুইটারে জানিয়েছেন সাল্লু। টুইটারে সালমান খান লেখেন, আজ আমার পরিবার 'দঙ্গল' সিনেমা দেখেছে। তাদের কথায়, এই সিনেমা 'সুলতান'র চেয়ে অনেক ভালো হয়েছে। তারপরই তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি আমিরকে ভালবাসেন, কিন্তু পেশাগতভাবে আমিরকে ঘৃণা করেন। আমির খানও পাল্টা টুইট করেন। তিনি লেখেন, তোমার ঘৃণার মধ্যেও আমি খালি ভালোবাসাই খুঁজে পাই সাল্লু!’ তার পরেই একটি হিন্দি ছবির গানের লাইনও লিখেছেন তিনি, ‘আই লাভ ইউ লাইক আই হেট ইউ’।
এই সিনেমা সালমান খানের পরিবার দেখেছে। আর দেখার পরে পরিবারের সদস্যরাই ‘দঙ্গল’-কে ‘সুলতান’-এর তুলনায় অনেক ভালো ছবি বলে প্রশংসা করেছেন। এই খবরটাই টুইটারে জানিয়েছেন সাল্লু। টুইটারে সালমান খান লেখেন, আজ আমার পরিবার 'দঙ্গল' সিনেমা দেখেছে। তাদের কথায়, এই সিনেমা 'সুলতান'র চেয়ে অনেক ভালো হয়েছে। তারপরই তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি আমিরকে ভালবাসেন, কিন্তু পেশাগতভাবে আমিরকে ঘৃণা করেন। আমির খানও পাল্টা টুইট করেন। তিনি লেখেন, তোমার ঘৃণার মধ্যেও আমি খালি ভালোবাসাই খুঁজে পাই সাল্লু!’ তার পরেই একটি হিন্দি ছবির গানের লাইনও লিখেছেন তিনি, ‘আই লাভ ইউ লাইক আই হেট ইউ’।

No comments:
Post a Comment