HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Friday, December 23, 2016

মডেলিংয়ে সেরা নগর বাউল জেমস-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫



গানের জন্য নয়, এবার বিজ্ঞাপনের মডেল হিসেবে সেরা মডেলের পুরস্কার পেলেন নগর বাউল জেমস গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশায় সিজেএফবি পারফম্যান্স অ্যাওয়ার্ডের ১৬তম আসরে জেমসের হাতে এ পুরস্কার তুলে দেন ঢাকা উত্তরের নগরপিতা আনিসুল হক২০১৫ সালে একটি অ্যানার্জি ড্রিংকসের বিজ্ঞাপনে মডেল হওয়ায় এ পুরস্কার পান তিনিপ্রথমবার মডেলিংয়ে পুরস্কার পাওয়া প্রসঙ্গে জেমস বলেন, কাজের স্বীকৃতি হিসেবে সব পুরস্কারই আনন্দেরআমি একজন গায়ককিন্তু মডেলিংয়ে আমাকে পুরস্কার দেয়া হলএটি ব্যতিক্রমই বলা যায়পুরস্কার দেয়ার জন্য বিনোদন সাংবাদিকদের এ সংগঠনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদউল্লেখ্য, একই সংগঠনের ১৫তম আসরে সেরা ব্যান্ড শিল্পী হিসেবে পুরস্কার পান তিনি 

No comments:

Post a Comment