HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Thursday, December 22, 2016

মেসি-রোনালদোকেও টপকে যাচ্ছেন তেভেজ-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫



 

২০০১ সালে বোকা জুনিয়র্সে সিনিয়র পর্যায়ে ক্লাব ফুটবল শুরু করেন কার্লোস তেভেজআর সর্বশেষ এক মৌসুম খেললেন বাল্যকালের সেই ক্লাবেএর মাঝে আর্জেন্টিনার এ স্ট্রাইকার খেলেন করিন্থিয়ান্স, ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসেঅনেকে মনে করছিলেন, বাল্যকালের ক্লাব বোকা জুনিয়র্সে ক্যারিয়ার শেষ করবেন তেভেজকিন্তু সেটা হচ্ছে না কাড়িকাড়ি অর্থের হাতছানি উপেক্ষা করতে পারে না কেউতেভেজও পারলেন নাতিনি যোগ দিচ্ছেন চীনের ক্লাব শাংহাই শেনহুয়াতেকয়েকটি বৃটিশ সংবামাধ্যম মনে করছে, তলে তলে তেভেজকে নিশ্চিত করে ফেলেছে চীনের ক্লাবটিচায়নিজ সুপার লীগের এ ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করবেন তিনিসাপ্তাহিক বেতনে বিশ্বরেকর্ড গড়বেন তেভেজক্লাবটি তাকে সপ্তাহে ৬১৫,০০০ পাউন্ড বেতন দিবে বলে জানাচ্ছে বৃটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলএই তথ্য সত্যি হলে তেভেজ হবেন বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলারবর্তমানে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো ও বার্সেলোনার লিওনেল মেসি সপ্তাহে সর্বোচ্চ ৩৬৫,০০০ পাউন্ডকিন্তু তাদেরকে টপকে বিশ্বরেকর্ড গড়ার পথে তেভেজচায়নিজ সুপার লীগ চলতি মৌসুমে ইউরোপের বড় ক্লাবগুলোকে ভয় ধরিয়ে দিয়েছেতারা বিশ্বের নামিদামি খেলোয়াড়দের সামনে প্রচুর অর্থের প্রস্তাব দিয়ে প্রলুদ্ধ করছেএই তালিকায় লিওনেল মেসিও আছেন বলে কদিন আগে জানায় বৃটিশ গণমাধ্যমতবে এবার যে চায়নিজ লীগে বেশ কিছু নামি খেলোয়াড় যাচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারকে দলে নিচ্ছে শাংহাই এসআইপিজিতারা অস্কারকে সপ্তাহে ৪০০,০০০ পাউন্ড বেতন দিবে বলে জানা যাচ্ছেএই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে মেসি-রোনালদোকে টপকে তেভেজের পরেই তিনি হবেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়চীনে যাওয়ার ব্যাপারে তেভেজ এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পরিস্থিতি বলে দিচ্ছে তিনি বোকা জুনিয়র্স ছাড়ছেনআর্জেন্টিনার লীগে সোমবার কোনোলের বিপক্ষে মাঠে নামে তেভেজের বোকা জুনিয়র্সম্যাচটি বোকা জুনিয়র্স জেতে ৪-১ গোলেদলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ৩২ বছর বয়সী তেভেজওই গোলটি করে আলাদা আবেগ দেখান তিনিমাঠের সব দর্শকদের হাত উঁচু করে বিদায় জানানোর ভঙ্গি করেনম্যাচ শেষেও একই কাজ করেনগ্যালারিতে দর্শকরা তেভেজকে নিয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে যায়সেখানে লেখা ছিল, ‘তেভেজ তোমায় ভুলবো না’, ‘তেভেজ তুমি যেও না’- এই ধরনের বাক্যম্যাচ চলাকালে এক তরুণ দর্শকদের মাঠের মধ্যে ঢুকে তেভেজকে জড়িয়ে ধরেনএতে তেভেজ যে ক্লাবটি ছেড়ে যাচ্ছেন সেটা স্পষ্ট হয়এছাড়া ম্যাচ শেষে বোকা জুনিয়র্সের টুইটার পেজে তেভেজের প্রতি কৃতজ্ঞতাই জানানো হয়সবকিছুর জন্য তারা ধন্যবাদ জানিয়েছে

No comments:

Post a Comment