HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Friday, January 27, 2017

পর পর ৬ বলে ৬ উইকেট-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫




৬ বলে ৬ উইকেট! এমন কিছু করা যে কোনো বোলারের জন্য প্রায় অসম্ভবতবে সেটাই করে দেখিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেড ক্যারি 
পূর্ব বালারাটের বিরুদ্ধে অজি ক্লাব ক্রিকেটার ক্যারি খেলতে নেমেছিলেন গোল্ডেন পয়েন্ট দলের হয়ে২৯ বছরের ক্যারি আগের ৮টি ওভার বল করে একটিও সাফল্য পাননিতবে সঙ্গী বোলার মার্ক ভ্যান দে হুভেল অপর প্রান্ত থেকে এক উইকেট নিয়ে ওভার শেষ করলে তার পরের ওভারে বল করতে আসেন ক্যারিআর এসেই করলেন অসাধ্য সাধন 
পরপর ৬টি বলে ৬টি উইকেট তুলে নেন অ্যালেড ক্যারিপ্রথম বলে প্রথম স্লিপে ক্যাচ আউট হয়পরের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ যায়তৃতীয় বলে এলবিডব্লিউ আউট হন ব্যাটসম্যানএভাবেই হ্যাটট্রিক সেরে নেন ক্যারি 
তবে চমকের এখানেই শেষ নয়; চতুর্থ বলে ব্যাটসম্যান একেবারে বোল্ড হয়ে যান তারপরের দুটি বলেও একইরকমভাবে দুজন ব্যাটসম্যান ক্যারির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 
সব মিলিয়ে পরপর সাত বলে ৭টি উইকেট পায় গোল্ডেন পয়েন্টবিপক্ষ পূর্ব বালারাট মাত্র ৪০ রানে শেষ হয়ে যায় 
ম্যাচের পর এই অনন্য কীর্তি নিয়ে ক্যারি বলেন, 'আমি অনেকবার হ্যাট্টিকের কাছাকাছি গিয়েছিঅন্তত ৩-৪ বার তো হবেইতবে এরকম কখনো হয়নিআমি স্তম্ভিতআমার মনে হয় না, এমনটা আর কখনো করতে পারব

No comments:

Post a Comment