HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Monday, December 19, 2016

জন্মদিনে আসছে সালমানের বিশেষ ঘোষণা-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫




আসছে ২৭ ডিসেম্বর, সল্লু মিয়ার জন্মদিনএ দিনটি উপলক্ষ্যে আয়োজনের কমতি নেই, সেটা যেমন সালমানের কাছে তেমনি তার তার ভক্তকূলেওতবে ভক্তদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দিলেন, আসছে জন্মদিনে বড় চমক থাকছে সবার জন্যএ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস সহ অন্যান্য ভারতীয় মিডিয়া

এক সপ্তাহ বাদে অভিনেতা সালমান খান ৫১ বছরে পা রাখবেনতবে জন্মদিন উপলক্ষ্যে কোন বিষয়ে চমকে দেয়া তথ্য দিবেন, তা কিন্তু খুলে বলেন নি প্রভাবশীল এই খান অভিনেতাটুইট বার্তায় তিনি লিখেছেন, সবাই তৈরি থাকুনআসছে খুব বড় চমক জন্মদিনের চমক

বলিউড গণমাধ্যমে ইতোমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, বিয়ের আয়োজনের ঘোষণা দিতে পারেন সালমান! স্পষ্ট উত্তর না মিললেও জোর জল্পনা, রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়ার সঙ্গে বিয়ের ঘোষণা আসতে পারে সালমানের কাছ থেকেকারণ এই বছরেই বিয়ের শুভ কাজটি সেরে ফেলার ঘোষণা দিয়েছিলেন তিনি

অন্যদিকে হিন্দুস্তান টাইমস বলছে,  তার আসন্ন সিনেমা টিউবলাইটর ট্রেলার প্রকাশ করবেন সালমানএ সিনেমায় এখন তিনি ব্যস্ত সময় পার করছেনতার সঙ্গে আরো আছেন সোহেল খান, চিনা অভিনেত্রী ঝু ঝুউল্লেখ্য, কবীর খানের সঙ্গে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন সালমান

No comments:

Post a Comment