HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Sunday, December 18, 2016

মেসির বিয়ে ২৪ জুন--সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫




বিয়ের গুঞ্জনটা কদিন ধরেই শোনা গেলেও ঠিক কবে বিয়ে করছেন সেটি নিশ্চিত করা যাচ্ছিল নাএবার তারিখটাও এক রকম ঠিক করে ফেলা হয়েছেআগামী বছর নিজের জন্মদিনে (২৪ জুন) দীর্ঘ দিনের বান্ধবী রোকুজ্জোকে বিয়ে করবেন মেসি
বিয়ের জন্য বিশাল কোনো প্রাসাদ, রাজকীয় হোটেল বা দ্বীপ নয়; যেখান থেকে সবকিছুর শুরু, সেখানেই ফিরে যাচ্ছেন দুজনেবাঁধতে চলেছেন পবিত্র সম্পর্কনিজেদের সেই প্রথম পরিচয়ের রোজারিওতেই বিয়ে করবেন দুজনে
আর্জেন্টিনার রোজারিওতে রোকুজ্জোর সঙ্গে দেখা হয়েছিল মেসির১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় আসার পর সম্পর্কে খানিকটা বিরতিএরপর ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে দুজনের মন-দেওয়া নেওয়ার শুরুএকে অপরকে বিশ্বাস করেন, ভালোবাসেনপ্রেমের সেই বন্ধনে তারা সেই থেকে এক ঘরেই থাকছেনতাদের রয়েছে দুটি সন্তানও, থিয়াগো (৪ বছর) এবং মাতেও (১৫ মাস)

No comments:

Post a Comment