HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Monday, December 19, 2016

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তেভেজ--সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫ (স্পোকেন / জব / ডিগ্রী এবং এইচ.এস.সি ইংলিশ)




গুডবাই বোকাহ্যালো চায়নাকার্লোস তেভেজের নতুন পৃথিবী এখন এশিয়াআর কেনইবা ঠিকানা বদল করবেন না বহু ঘাটের পানি খাওয়া এই আর্জেন্টাইন স্ট্রাইকারচীনা ক্লাব সাংহাই শেনহুয়ায় তার বেতন কত জানেন? সপ্তাহে ছয় লাখ ১৫ হাজার পাউন্ডবিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার এখন তেভেজচীনের ডাক তাই উপেক্ষা করা সম্ভব হয়নি তার পক্ষেকার পক্ষেইবা সম্ভব হতো?
 
রোববার আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে কলোনের বিপক্ষে বোকা জুনিয়র্সের ৪-১ গোলে জেতা ম্যাচ শেষে স্বদেশী সমর্থকদের আবেগঘন বিদায় জানালেন তিনিভক্তরা খুব করে চেয়েছিল তেভেজ যেন বোকায় থেকে যানকিন্তু ম্যানইউর সাবেক স্ট্রাইকার অতটা বোকা নন যে, পাউন্ডের ফোয়ারায় ভেজার প্রলোভন উপেক্ষা করবেনতার ফুটবল ক্যারিয়ারে এখন গোধূলি লগ্ন৩২ ছাড়িয়েছে বয়সআর দিনইবা ফুটবল খেলবেনসময় থাকতে তাই যতটা সম্ভব পকেট ভরে নেয়া যায়চীনা সুপার লীগের ক্লাব সাংহাই শেনহুয়ার সঙ্গে চুক্তি করতে চলেছেন ম্যানসিটি ও ওয়েস্ট হ্যামের এই সাবেক স্ট্রাইকারঅতএব, বিদায় আর্জেন্টিনা! বিদায় বন্ধুরা!
 
এদিনও বোকার বড় জয়ে অবদান রেখেছেন দলের হয়ে দ্বিতীয় গোল করেশেষ বাঁশি বাজার পর আবেগের ঢল নামে মাঠেএকজন সমর্থক মাঠে ঢুকে তেভেজের সামনে হাঁটু গেড়ে বসেতেভেজ তাকে জড়িয়ে ধরেনগ্যালারিতে বহু দর্শকের হাতে প্লাকার্ডে লেখা ছিলÑ ‘যেও না কার্লোসতবু চলে যাচ্ছেন তিনি বোকার সঙ্গে মায়ার বাঁধন ছিন্ন করেতেভেজ অত বোকা নাকি! ওয়েবসাইট

No comments:

Post a Comment