HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Monday, December 19, 2016

কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫ (স্পোকেন ইংলিশ, জব ইংলিশ, ফ্রিহ্যান্ড রাইটিং, অনার্স আবঃ ইংলিশ, ডিগ্রি আবঃ ইংলিশ এবং এইচ.এস.সি ইংলিশ—ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। অভিজ্ঞতার ২০ বছরে ড্যাফোডিল)




চলতি ২০১৬ মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত দেশ পুয়ের্তা রিকার স্টেফানি দেল ভ্যালেগতকাল রোববার সন্ধ্যায় আমেরিকার এমজিএম ন্যাশনাল হারবার রিসোর্টে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়

প্রতিযোগিতায় ডোমিনিকান রিপাবলিকের সেরা সুন্দরী ইয়রিতেজা মিগুয়েলিনা রেইজ র‍্যামিরেজ ও ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলাকে টপকিয়ে সেরা সুন্দরীর মুকুট পরলেন স্টেফানি

সেরা পাঁচে আরো ছিলেন মিস কেনিয়া ও মিস ফিলিপাইন১৯ বছর বয়সী এই ক্যারিবীয় সুন্দরীর মাথায় সেরার মুকুট পরিয়ে দেন গেলবারের মিস ওয়ার্ল্ড স্প্যানিশ সুন্দরী মিরেয়া লালাগুনা
মিস ওয়ার্ল্ডের খেতাব নেওয়ার সময় আপ্লুত স্টেফানি কেঁদে ফেলেনতিনি তার বক্তব্যে এই অর্জণকে ক্যারিবীয় জন্মভূমির জন্য সম্মান এবং মহান দায়িত্বেরহিসেবে অভিহিত করেন

উল্লেখ্য, বাদামি রঙের চোখের বিশ্বসুন্দরী স্টেফানি নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে পড়েনস্প্যানিশ, ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন স্বাচ্ছন্দ্যে আশা করা হচ্ছে শোবিজে ভাল কিছু উপহার দিতে পারবেন নতুন এই বিশ্বসুন্দরী খবর টেলিগ্রাফ

No comments:

Post a Comment