শিকারি
নির্মাতা:
জাকির হোসেন (বাংলাদেশ) ও জয়দেব মুখার্জি (ভারত)
শিল্পী:
শাকিব খান, শ্রাবন্তী
(ভারত)
মুক্তি:
৭ জুলাই
এ বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খান অভিনীত ছবি শিকারি। এবারই
প্রথম এই অভিনেতা অভিনয় করলেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কোনো ছবিতে। তাই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ
ছিল সাধারণ সময়ের চেয়ে একটু বেশি। তা ছাড়া এতে শাকিব
খানের যে নতুন রূপ দর্শকেরা দেখেছেন, তা নিয়ে আলোচনা হয়
সব মহলে। নতুন রূপের শাকিবকে দেখতে অনেকেই
ছুটে গেছেন প্রেক্ষাগৃহে, যার ফলে বাণিজ্যিকভাবে সফলতা
পেয়েছে ছবিটি।

No comments:
Post a Comment