HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Saturday, December 24, 2016

সুলতান’ বললেন ‘দঙ্গল’ বেশি ভালো-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫



 

বলিউডে খানদের বন্ধুত্ব ও শত্রুতা যেন জোয়ার-ভাটার মতোএই গলায়-গলায় ভাব, তো আবার দা-কুমড়ো সম্পর্ককিন্তু সালমান খান ও আমির খানের সম্পর্ক অটুটতাই বলে কি সেই সম্পর্কে কখনোই কোনো মনোমালিন্য কিংবা হিংসার জায়গা নেই? কিছু না কিছু তো আছেইব্যক্তিগত না হোক, পেশাদারির প্রতিযোগিতায় একধরনের হিংসার উপস্থিতি ঠিকই আছেতেমন আঁচই সম্প্রতি দিলেন সালমান খান
গত বৃহস্পতিবার আমির খান তাঁর ছবি দঙ্গল-এর একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন সাল্লুর মা-বাবা ও রণবীর কাপুরের দাদি কৃষ্ণার জন্যছবি দেখে মা-বাবার মন্তব্য শোনার পর দঙ্গল নিয়ে টুইট করেন সুলতান ছবির নাম ভূমিকায়অভিনয়করা সালমানতিনি লেখেন, ‘আমার পরিবার সন্ধ্যায় দঙ্গল দেখেছেতাঁদের মতে, এটা সুলতান-এর চেয়েও ভালোব্যক্তিগতভাবে আমিরকে ভালোবাসি; কিন্তু পেশাদারির স্থানেতোমাকে ঘৃণা করি!
এরপর আমিরও সালমানকে উদ্দেশ করে টুইট করেন, ‘তোমার ঘৃণাতেই আমি ভালোবাসার আঁচ পাই
সালমানের সুলতান ও আমিরের দঙ্গলদুটি ছবিই দুই কুস্তিগিরকে নিয়েতাই এ নিয়ে দুই খানের সম্পর্কের রসায়ন কেমন হবে, তা নিয়ে আলোচনা ছিল বছরজুড়েইতবে দঙ্গল নিয়ে সালমানের টুইটের পর থেকে দুই খানের বন্ধুত্বের দৃঢ়তা নিয়ে আর কোনো সংশয় থাকল না ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments:

Post a Comment