গিরিখাত বা গিরিসংকট হচ্ছে খাড়া বাঁধ বা
পর্বত শিখরের মধ্যকার গভীর পানির স্রোত যা সাধারণত নদীর জন্য
সৃষ্টি হয়। কারণ প্রাকৃতিকভাবে নদী যেদিক দিয়ে প্রবাহিত
হয় তা কেটে বা ভেঙে ফেলে। এভাবেই শিলার অভ্যন্তর স্তর ক্ষয়প্রাপ্ত হয়। প্রধানত দুই ধরনের
গিরিখাত আছে। ওয়াইড বক্স ক্যানিয়ন ও ন্যারো স্লট ক্যানিয়ন। পৃথিবীতে বিখ্যাত
অনেক গিরিখাত রয়েছে। এর মধ্যে গ্র্যান্ড ক্যানিয়ন, কিংস
ক্যানিয়ন, টারোকো গর্জ, টাইগার লেপিং গর্জ ও গর্জেস ডু ভারডন
সবচেয়ে আকর্ষণীয় হিসেবে পরিচিত। এছাড়াও নামিবিয়ার ফিশ রিভার ক্যানিয়ন, সাউথ
আফ্রিকার ব্লাইড রিভার ক্যানিয়ন, আমেরিকার ব্রাইস ক্যানিয়ন, নেপালের
কালী গান্ডাকি গর্জ, পাকিস্তানের ইন্দুস গর্জ, আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
এন্টেলোপ ক্যানিয়ন উল্লেখযোগ্য। পৃথিবীর বিখ্যাত পাঁচটি
গিরিখাত নিয়ে আমাদের আজকের আয়োজন। ইন্টানেটে পাওয়া তথ্য নিয়ে লিখেছেন
এ রিয়াজ।
গ্র্যান্ড ক্যানিয়ন
এ গিরিখাতটির অবস্থান আমেরিকার দক্ষিণ অ্যারিজোনাতে । এটি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক গিরিখাতগুলোর একটি। হাজার বছর ধরে কলোরাডো নদীর ক্ষয়ে এই গিরিখাত গঠিত হয়েছে। এটি ১.৬ কিলোমিটার গভীর ও ৪৪৬ কিলোমিটার দীর্ঘ। এই গিরিসংকটের গভীরতা, জটিল প্রাকৃতিক দৃশ্য ও রঙের বিভিন্নতা পর্যটকদের আকর্ষণ করে।
কিংস ক্যানিয়ন
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে মরুভূমিতে এই গিরিখাতটির অবস্থান। এটি পর্যটকদের একটি প্রধান আকর্ষণীয় স্থান। গম্বুজ আকৃতির গঠন, ধারালো পর্বতগাত্র এবং পাশে অবস্থিত মরুভূমির সুন্দর দৃশ্য পর্যটকরা হেঁটে উপভোগ করতে পারেন। এই গিরিখাতের একটি অংশে আদিবাসীদের বাস। তাই পর্যটকদের হাঁটতে নিরুৎসাহিত করা হয়।
টারোকো গর্জ
টারোকো গিরিসংকটের অবস্থান তাইওয়ানের পূর্ব উপকূলের পাথুরে অঞ্চলে। এ গিরিখাতটি দ্বীপের মতো বড়। পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। এটির দৈর্ঘ্য ১৯ কিলোমিটার। ভ্রমণের জন্য বিভিন্ন রকমের হাঁটাপথ, রোমাঞ্চকর দৃশ্য ও সাদা জলপ্রপাত পর্যটকদের আকর্ষণ করে।
টাইগার লেপিং গর্জ
পৃথিবীর সবচেয়ে গভীরতম গিরিখাতের একটি চীনের টাইগার লেপিং গর্জ। চীনের ইউয়ান প্রদেশের লিজিয়ান শহরের কাছে জিনশা নদীর ওপর এটির অবস্থান। এটি ৩৭৯০ মিটার গভীর। এখানে আছে নেক্সি আদিমানুষের বাস।
গর্জেস ডু ভারডন
ফ্রান্সের দক্ষিণ-পূর্ব দিকে এ গিরিখাতের অবস্থান। এটি ইউরোপের সবচেয়ে সুন্দর রিভার ক্যানিয়ন। এটির গভীরতা ৭০০ মিটার। দৈর্ঘ্য ২৫ কিলোমিটার। ভারডন নদীর ক্ষয়ে গঠিত এই গিরিখাতের পানির রঙ ফিরোজা-সবুজ।
এ গিরিখাতটির অবস্থান আমেরিকার দক্ষিণ অ্যারিজোনাতে । এটি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক গিরিখাতগুলোর একটি। হাজার বছর ধরে কলোরাডো নদীর ক্ষয়ে এই গিরিখাত গঠিত হয়েছে। এটি ১.৬ কিলোমিটার গভীর ও ৪৪৬ কিলোমিটার দীর্ঘ। এই গিরিসংকটের গভীরতা, জটিল প্রাকৃতিক দৃশ্য ও রঙের বিভিন্নতা পর্যটকদের আকর্ষণ করে।
কিংস ক্যানিয়ন
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে মরুভূমিতে এই গিরিখাতটির অবস্থান। এটি পর্যটকদের একটি প্রধান আকর্ষণীয় স্থান। গম্বুজ আকৃতির গঠন, ধারালো পর্বতগাত্র এবং পাশে অবস্থিত মরুভূমির সুন্দর দৃশ্য পর্যটকরা হেঁটে উপভোগ করতে পারেন। এই গিরিখাতের একটি অংশে আদিবাসীদের বাস। তাই পর্যটকদের হাঁটতে নিরুৎসাহিত করা হয়।
টারোকো গর্জ
টারোকো গিরিসংকটের অবস্থান তাইওয়ানের পূর্ব উপকূলের পাথুরে অঞ্চলে। এ গিরিখাতটি দ্বীপের মতো বড়। পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। এটির দৈর্ঘ্য ১৯ কিলোমিটার। ভ্রমণের জন্য বিভিন্ন রকমের হাঁটাপথ, রোমাঞ্চকর দৃশ্য ও সাদা জলপ্রপাত পর্যটকদের আকর্ষণ করে।
টাইগার লেপিং গর্জ
পৃথিবীর সবচেয়ে গভীরতম গিরিখাতের একটি চীনের টাইগার লেপিং গর্জ। চীনের ইউয়ান প্রদেশের লিজিয়ান শহরের কাছে জিনশা নদীর ওপর এটির অবস্থান। এটি ৩৭৯০ মিটার গভীর। এখানে আছে নেক্সি আদিমানুষের বাস।
গর্জেস ডু ভারডন
ফ্রান্সের দক্ষিণ-পূর্ব দিকে এ গিরিখাতের অবস্থান। এটি ইউরোপের সবচেয়ে সুন্দর রিভার ক্যানিয়ন। এটির গভীরতা ৭০০ মিটার। দৈর্ঘ্য ২৫ কিলোমিটার। ভারডন নদীর ক্ষয়ে গঠিত এই গিরিখাতের পানির রঙ ফিরোজা-সবুজ।

No comments:
Post a Comment