HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Sunday, February 5, 2017

সাত উপায়ে দাঁত সুন্দর রাখা যায়-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫


দাঁত আমাদের সৌন্দর্যের অন্যতম প্রতীকসুন্দর সাদা দাঁত সবারই পছন্দভুল উপায়ে এই দাঁতের যত্ন নিলে লাভ হবে বরং পুরোটাই ক্ষতি হবেকিন্ত এরকম আকর্ষণীয় দাঁত পেতে আমাদের নিতে হবে দাঁতের সঠিক যত্ন, যা আমরা বেশিরভাগ মানুষই করিনাকিছু ভুল অভ্যাসের কারণে আমাদের দাঁত এবং মাড়ি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে
পরিষ্কার টুথব্রাশ: অনেকেই টুথব্রাশ বারবার ধুতে থাকেন এমনকি তা জীবাণুমুক্ত রাখার জন্য ওভেনের ভিতরেও রাখেনএতে অনেক ব্যাকটেরিয়াও ধ্বংস হয়ে যায়পরিষ্কার কোন জায়গায় রাখলে এবং দাঁত ব্রাশ করার আগে অল্প একটু ধুয়ে নিলেই তা যথেষ্ট
শক্ত ব্রাশ ব্যবহার বর্জন করুন: দাঁত বেশি পরিষ্কার হবে ভেবে অনেকেই শক্ত ব্রাশ ব্যবহার করে থাকেনএতে দাঁতের প্রয়োজনীয় এনামেল দূর হয়ে যায় এবং দাঁতের গোড়ায় চামড়া ছিলে যায়তাই নরম ব্রাশ ব্যবহার করা উত্তম
মনোযোগ দিয়ে দাঁতব্রশ করুন: সময় স্বল্পতার কারণে সকালে অনেকেই একসঙ্গে কয়েকটা কাজ করেনযেমন, দাঁত ব্রাশ করতে করতেই গোসল করছেন বা মেইল চেক করছে আবার কেউ রান্না ঘরে গিয়ে ছোট-খাটো কাজ করেনএসময় হুট করে দাঁতের কিংবা মাড়িতে আঘাত লেগে যায়তাই ভালো দাঁত পেতে হলে দাঁত ব্রাশ করতে হবে মনোযোগ দিয়েযাতে দাঁতের কোন অংশ যাতে বাদ না পড়ে এবং ভালোভাবে পরিষ্কার হয়
ধূমপান ত্যাগ করুন: ধূমপান শুধু আমাদের ফুসফুসেরই ক্ষতি করে না বরং দাঁত নষ্ট করার জন্য এটি অনেকাংশে দায়ীধূমপানের ফলে মাড়ি কালো হয়ে যায়, দাঁত দুর্বল হয়ে পড়ে এমনকি মুখে দুর্গন্ধও হয়
টুথপিক থেকে দূরে থাকুন: দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে তা টুথপিক দিয়ে খুঁচিয়ে বের করার অভ্যাস অনেকেরই রয়েছেকিন্তু কাঠের তৈরি এসব টুথপিক ভেঙে দাঁতের মধ্যে থেকে যেতে পারে অথবা জোরে জোরে দাঁত খোঁচালে দাঁতের ক্ষতি হতে পারেতাই এ অভ্যাসটি বর্জন করাই ভাল
৬ মাসে একবার ডাক্তারের পরামর্শ নিন: আমরা নিয়মিত ডাক্তারের কাছে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ মনে করি নাএই অবহেলার কারণে আমাদের দাঁতের মান ধীরে ধীরে কমতে থাকেতাই প্রতি ৬ মাসে অন্তত একবার দাঁতের ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেয়া উচিৎ
পরিমাণমত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করুন: হাড় এবং দাঁতের গঠনে ক্যালসিয়াম ও ভিটামিন ডির বিকল্প নেইতাই পরিমাণ মত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণের দিকে খেয়াল রাখতে রাখুন

No comments:

Post a Comment