HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Thursday, February 2, 2017

কবরের আযাব কথাটি ১০০% সত্য-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫




হযরত আয়েশা রা: সূত্রে বর্ণিত, তিনি বলেন একবার এক ইহুদী মহিলা আয়েশা রা: এর নিকটে গিয়ে কবরের আযাব এর কথা জিজ্ঞাসা করল, তখন আয়েশা রা: বললেন: আল্লাহ তায়ালা তোমাকে কবরের আযাব থেকে হেফাজত করুনঅত:পর বললেন: আমি রাসূলে মাকবুল সা: কে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলাম, জবাবে তিনি বললেন হ্যাঁ কবরের আজাব সত্যঅত:পর আয়েশা রা: বলেন: এর পর থেকে আমি দেখেছি, রাসূলুল্লাহ সা: প্রতি নামাযের পর কবরের আযাব থেকে পানাহ চাইতেন। (সহীহুল বুখারী: খ: ২, পৃ:৪১৮ হাদীস নং ১৩৭২; সহীহুল মুসলীম খ: ১, পৃ: ৪১০, হা: ৫৮৪)
হযরত আনাস রা: থেকে বর্ণিত, রাসূল সা: ইরশাদ করেন: তোমরা ভয়ে মৃতদেরকে দাফন করবেনা -এ আশংকা যদি আমার না হত, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন তোমাদেরকে কবরের আযাব শুনাইয়া দেন। (সহীহুল মুসলীম খ:৪, পৃ:২২০০, হা:২৮৬৮)
ইবনে মাসউদ সূত্রে বর্ণিত, রাসূল সা: ইরশাদ করেন, নিশ্চয় মৃতদেরকে কবরে (তাদের কৃত অপরাধের কারনে) আযাব দেয়া হয়, এমন কি পশু-পক্ষী তাদের চিৎকার শুনতে পায়। (আল মুজামুত তাবরানী আল কাবীর: খ: ১০, পৃ:২৪৭, হা:১০৪৫৯)
হযরত আনাস রা: থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা: ইরশাদ করেন: কোন বান্দাকে যখন তার কবরে রাখা হয়, অত:পর তার সঙ্গী সাথীরা ফিরে যায়, এমনকি ঐ মৃত ব্যক্তি তাদের চলন্ত অবস্থায় জুতার আওয়াজ শুনতে পায়তখন তার নিকট দুজন ফেরেস্তা আগমন করে, অত:পর তারা তাকে উঠিয়ে বসায় এবং জিজ্ঞাসা করে, মুহাম্মদ সা: কে? তখন মৃত ব্যক্তি মুমীন হলে বলে: আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহর বান্দা ও রাসূলতখন তাকে বলা হয়, তুমি তোমার জাহান্নামের স্থানটি দেখে নাওআল্লাহ পাক ইহা জান্নাতের বিনিময়ে তোমার জন্য পরিবর্তন করে দিয়েছেননবীজি সা: বলেন তখন সেই ব্যক্তি উভয় স্থানটি দেখতে পায়
আর যদি মৃত ব্যক্তি কাফের বা মুনাফিক হয়, তাহলে সে বলতে থাকে, আমি কিছুই জানিনালোকেরা যা বলত আমিও তাই বলতামতখন তাকে বলা হয় তুমি কিছুই জানার চেষ্টা কর নাই, এবং কিছুই পড় নাইঅত:পর লোহার হাতুড়ি বা মুগুর দিয়ে তার ঘাড়ে আঘাত করা হয় ফলে সে এত জোরে চিৎকার করে যে, জ্বীন ও মানব জাতী ছাড়া আশে পাশের সবাই তা শুনতে পায়। (সহীহুল বুখারী: খ: ২, পৃ:৪০৬ হাদীস নং ১৩৩৮;

No comments:

Post a Comment