HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Thursday, December 8, 2016

ঘোরসওয়ার ১১ বছরের গরীব তাসলিমার কাহীনি মন ছুয়ে যায়



দেশের নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু একই দিনে, ৯ ডিসেম্বরআজ তাঁর স্মরণে দেশে পালিত হচ্ছে রোকেয়া দিবসদিবসটির আগে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর আয়োজনে এক অনাড়ম্বর ঘরোয়া অনুষ্ঠান হলো রোকেয়া স্মরণেএতে ছিল নওগাঁর প্রত্যন্ত গ্রামের অদম্য এক বালিকা ঘোড়সওয়ারের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের প্রথম প্রদর্শনীআর ছিল রোকেয়ার জীবন, সংগ্রাম, রচনা ও দেশের নারী আন্দোলনে তাঁর অবদানের মূল্যায়ন করে আলোচনা

ঘোড়সওয়ার তাসমিনার গল্প

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন আজতিনি ছিলেন বাংলার নারী জাগরণের অগ্রদূত, লেখিকা ও শিক্ষাব্রতীসারা দেশে যোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবেএ উপলক্ষে গতকাল প্রথমআলোর ঘরোয়া অনুষ্ঠানে প্রদর্শিত হয় ঘোড়সওয়ার তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী
দেশের নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু একই দিনে, ৯ ডিসেম্বরআজ তাঁর স্মরণে দেশে পালিত হচ্ছে রোকেয়া দিবসদিবসটির আগে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর আয়োজনে এক অনাড়ম্বর ঘরোয়া অনুষ্ঠান হলো রোকেয়া স্মরণেএতে ছিল নওগাঁর প্রত্যন্ত গ্রামের অদম্য এক বালিকা ঘোড়সওয়ারের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের প্রথম প্রদর্শনীআর ছিল রোকেয়ার জীবন, সংগ্রাম, রচনা ও দেশের নারী আন্দোলনে তাঁর অবদানের মূল্যায়ন করে আলোচনা
কোনো মেয়ে ঘোড়ায় চেপে বাতাসে চুল উড়িয়ে পথ-ঘাট, প্রান্তর পেরিয়ে তিরের বেগে ছুটে যাচ্ছেএমন দৃশ্য সিনেমায় সম্ভব হলেও বাংলাদেশে গ্রাম-শহরে প্রায় অকল্পনীয়সেই অসম্ভবকে সম্ভব করেছে ১১ বছরের তাসমিনা আক্তারদেশের উত্তরাঞ্চল তো বটেই, গাজীপুর, ময়মনসিংহ এলাকায়ও ছিপছিপে গড়নের এই বালিকা এখন তুখোড় ঘোড়সওয়ার হিসেবেই সুখ্যাতপ্রামাণ্যচিত্রে দেখা যায় প্রতিযোগীদের পেছনে ফেলে ঘোড়ার পিঠে তার ছুটে চলার দৃশ্য
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকসুবল গ্রামের তাসমিনা আক্তার এবার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা দিয়েছেনওগাঁ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা জেলায় শীতের মৌসুমে প্রায় নিয়মিতই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়বছর তিনেক ধরে তাসমিনা এসব প্রতিযোগিতায় অংশ নিচ্ছেইদানীং সে হারিয়ে দিচ্ছে তার পুরুষ ঘোড়সওয়ার প্রতিদ্বন্দ্বীদের ক্রমে উত্তরাঞ্চল ছাড়িয়ে তার নামডাক ছড়িয়ে পড়েছেগাজীপুর, ময়মনসিংহেও সে ঘোড়দৌড়ে অংশ নিচ্ছেতবে পুরস্কার জিতলেও সেটি তার ঘরে আসছে না কারণ তাসমিনার নিজের ঘোড়া নেইসে তার বাবা ওবায়দুল মণ্ডলের সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় যায়ঘোড়ার মালিকদের সঙ্গে তাদের রফা হয়পুরস্কার জিতলে তা পাবেন ঘোড়ার মালিকশেষাবধি তা-ই হয়দৌড় শেষে তাসমিনার হাতে যে পুরস্কার ওঠে, মঞ্চ থেকে নেমে সেই পুরস্কার সে তুলে দেয় ঘোড়ার মালিকের হতেতারপর বাবা-মেয়ে ধরে বাড়ির পথতবে তখন তার চোখেমুখে থাকে এক অন্যরকম আলোর দীপ্তিসেই আলো ইচ্ছাপূরণের, অনাবিল আনন্দেরতসামিনার লাভ এই আনন্দটুকুইঅনুষ্ঠানে উপস্থিত ছিল তাসমিনা আক্তার ও তার বাবা ওবায়দুল মণ্ডল ও প্রামাণ্যচিত্রের নির্মাতা তানহা জাফরীন
অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক তাঁর সূচনা ভাষ্যে বললেন, রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনাবলিতে যেমন সুন্দর তাঁর ভাষার পরিচয় পাওয়া যায়, তেমনি প্রকাশ আছে তাঁর চিন্তার বিস্তৃতিরসেই চিন্তা আধুনিকতাতে আছে বিশ্ববীক্ষাপ্রধান আলোচক প্রাবন্ধিক অধ্যাপক মালেকা বেগম তাঁর আলোচনায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে রোকেয়া রচনাবলি অন্তর্ভুক্ত করার দাবি করে বলেন, ‘ধর্ম-শ্রেণিনির্বিশেষে তিনি নারীর অধিকার প্রতিষ্ঠার কথা সেই যুগে যেভাবে তুলে ধরেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিকসমাজ, রাষ্ট্রে এখনো নারীর প্রতি যে ধরনের বৈষম্য, নির্যাতন চলে, যেভাবে তাদের দমিয়ে রাখা হয়, তার সবই রোকেয়ার রচনায় স্থান পেয়েছেনারীবাদী তাত্ত্বিক হিসেবে তিনি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাচ্ছেনআমাদের উচিত হবে গভীরভাবে তাঁর রচনা পাঠ করা
তাসমিনাকে নিয়ে এক দুঃখী ঘোড়সওয়ারের গল্পনামে গত বছরের ১৭ জুন প্রথম আলোর অধুনা পাতায় রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদের একটি প্রতিবেদন প্রকাশিত হয়এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে প্রথম আলো পক্ষ থেকে তাসমিনাকে একটি ঘোড়া কিনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের এই অদম্য মনোবলের বালিকার স্বপ্নপূরণের কাহিনি বৃহত্তর জনপরিসরে তুলে ধরতে তাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের সার্বিক তত্ত্বাবধানে ঘোরসওয়ারনামের এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন তানহা জাফরীন
গতকালের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোকচিত্রী মুনিরা মোর্শেদ, তাসলিমা আখতার, আইনজীবী নাহিদ মাহতাবতাসমিনাকে শুভেচ্ছা জানিয়ে তাঁরা বলেন, সব বাধা অতিক্রম করে ওর এগিয়ে যাওয়ার দৃশ্য দেখে তাঁদের চোখ ভিজে গেছে
প্রামাণ্যচিত্রের নির্মাতা তানহা জাফরীন বলেন, এই প্রামাণ্যচিত্র নির্মাণ করতে গিয়ে তাসমিনার দৃঢ় সংকল্প দেখে তিনি নিজেও অনুপ্রাণিত হয়েছেন
তাসমিনা জানিয়েছে, সে পড়ালেখা চালিয়ে যাবেস্কুলেও সে বেশ ভালো ছাত্রীপঞ্চম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলতার ইচ্ছা পুলিশে চাকরি করাঅনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনসম্পাদক মতিউর রহমান সবাইকে ধন্যবাদ জানান
ছবিটি আজ প্রথম আলো ডটকম, প্রথম আলো ফেসবুক পেজ, প্রথম আলোর ইউটিউব চ্যানেল ও দেশের বিভিন্ন টিভি চ্যানেলে একযোগে প্রদর্শিত হবে

No comments:

Post a Comment