HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Wednesday, December 28, 2016

সালমানের নতুন বছরের পরিকল্পনা-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫




জীবনের ৫১টি বছর শেষ করে গতকালই মাত্র ৫২-তম বছর শুরু করলেন সালমান খানএখনো বিয়ে-শাদি করেননি২০১৭ সালে সালমানের নতুন কোনো পরিকল্পনার কথা শুনে মনে হতেই পারে, এবার বুঝি বিয়ে করে সংসারী হওয়ার কথা ভাবছেন এই অভিনেতাআর সালমানের পানভিলের খামারবাড়িতে আয়োজিত জন্মদিনের ঘরোয়া পার্টিতে বান্ধবী ইউলিয়া ভানতুরও উপস্থিত ছিলেনকিন্তু ভক্তদের নিরাশ করে দিয়ে সালমান জানালেন তাঁর অন্য পরিকল্পনার কথা
বিশেষ কিছু নয়সবাই সাধারণত যা প্রত্যাশা করেন সালমানও নতুন বছরে তেমন কিছুই চাইছেনতিনি চান তাঁর আগামী বছরটা যেন এবছরের চেয়েও সুন্দর ও সফল হয়আর ভক্তদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি প্রত্যাশা করেন তাঁর ভক্তরা যেন সব ধরণের বিপদ থেকে মুক্ত থাকেন
এখন কথা হলো, এই বছর পর্যন্ত তো সালমান সিঙ্গল’-ই থাকলেনসামনের বছর আরও ভালো থাকার ইচ্ছা প্রকাশ করা কি তাঁর একা থাকাকেই নির্দেশ করে নাকি সিঙ্গেল থেকে ডাবলহওয়াএটা তিনিই ভালো বলতে পারবেনটাইমস অব ইন্ডিয়া

No comments:

Post a Comment