HONS. COMPULSORY ENGLISH

Search This Blog

Sunday, December 25, 2016

মার্কিন বিমানবন্দরে বৈষম্যের শিকার প্রিয়াঙ্কা-সৌজন্যে ড্যাফোডিল ইংলিশ কোচিং, দৌলতপুর খুলনা—০১৭১৭-০৮৭১৯৯/০১৯১৭-৪৬১৬০৫



 

মার্কিন টিভি সিরিয়াল আর হলিউডের ছবিতে অভিনয় করে প্রিয়াঙ্কা চোপড়া এ বছর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছেনঅবশ্য তাঁর শুরুটাই ছিল আন্তর্জাতিক এক প্রতিযোগিতার মধ্য দিয়ে২০০০ সালে বিশ্বসুন্দরী হয়েছিলেন এই ভারতীয় অভিনেত্রীএত কিছুর পরেও গায়ের রঙের কারণে যুক্তরাষ্ট্রে তাঁকে বৈষম্যের শিকার হতে হলো
অনেক দিন বাদে প্রিয়াঙ্কা ভারতে ফিরেছেনএখন কিছু বিজ্ঞাপনের কাজ করছেন আর পরবর্তী হিন্দি সিনেমার প্রস্তুতি হিসেবে বেশ কয়েকটি চিত্রনাট্য পড়ছেনএর ফাঁকেই তিনি হাজির হয়েছিলেন নির্মাতা করণ জোহরের সেলিব্রিটি টক শো কফি উইথ করণ’-সেখানেই তিনি যুক্তরাষ্ট্রে বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা জানানকরণ তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ভারতীয় অভিনেত্রী হওয়ায় হলিউডে তাঁকে বৈষম্যের শিকার হতে হয়েছে কি না? জবাবে প্রিয়াঙ্কা জানান, ‘কোয়ান্টিকোটিভি সিরিজের কলাকুশলীরা সবাই তাঁর সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করতেনপুরো শুটিং ইউনিট একটি পরিবারের মতো হয়ে গিয়েছিলআর বেওয়াচসিনেমায় বড় সব তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তাঁর দারুণকিন্তু যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসার সময় সে দেশের বিমানবন্দরের এক কর্মী তাঁর সঙ্গে খুব বাজে আচরণ করেনভারতীয় বলেই তাঁকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছেপরে প্রিয়াঙ্কা তাঁর প্রথম শ্রেণির টিকিট দেখানোর পর ওই কর্মী তাঁর কাছে ক্ষমা চান
মার্কিন বিমানবন্দরে কর্মীদের বৈষম্যমূলক হেনস্তা থেকে স্বয়ং কিং খানশাহরুখও রেহাই পাননিযুক্তরাষ্ট্রের বিমানবন্দরে একাধিকবার শাহরুখকে হেনস্তা হতে হয়েছেতাই প্রিয়াঙ্কার এই হেনস্তা হওয়ার ঘটনা খুব একটা অবাক করছে না বলিউডপ্রেমীদেরবলিউড হাঙ্গামা

No comments:

Post a Comment